দেশের সময় : লক্ষ্মীর ভাণ্ডারের ঝড়? সমীক্ষাকে ভুল প্রমাণ করে ট্রেন্ডে এগিয়ে গেল তৃণমূল ।
জয়ের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া আপডেট বলছে প্রায় ৩ লক্ষ ভোটে এগিয়ে চলেছেন তিনি। এ দিন দুপুর ১টা নাগাদ অভিষেক এসে পৌঁছন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। ট্রেন্ড বলছে, মমতা ম্যাজিক শুরু হয়ে গিয়েছে বঙ্গে। এ দিকে, কালীঘাটে ইতিমধ্যেই বাড়ছে ভিড়। উড়ছে সবুজ আবির। প্রস্তুতি শুরু হয়েছে বিজয় মিছিলের।
এক্সিট পোলে সিংহভাগ সমীক্ষক সংস্থা বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছিল। কোনও কোনও সমীক্ষক সংস্থার তরফে এও জানানো হয়েছিল, বিজেপি ৩০ টপকে যেতে পারে, অন্যদিকে তৃণমূল এগারোয় নেমে যেতে পারে।
সমীক্ষা রিপোর্ট সামনে আসার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ ছিল, বিজেপির কথা মতোই ভোট সমীক্ষা প্রকাশ করা হয়েছে।
বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোটের যা ট্রেন্ড তাতে রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৯টি, বিজেপি, ১১ এবং কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে।
সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। একই সঙ্গে বিজেপির কিছু নেতা এমনও দাবি করেছিলেন যে, সন্দেশখালিই হতে চলেছে এ বারের লোকসভা ভোটের সিঙ্গুর। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সন্দেশখালি প্রভাব ফেলেনি তৃণমূলের ভোট ব্যাঙ্কে।
৮রাউন্ড বসিরহাট কেন্দ্র তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৫, ১২, ৬১৪ ভোটে এগিয়ে ।দ্বিতীয়:বিজেপি ।
২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ।
এই মুহূর্তে সুদীপের প্রাপ্ত ভোট ৯৮,৭৩০। বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন ৭৩,৫৩২টি ভোট।
কালীঘাটে উচ্ছ্বাস! জেলায় জেলায় আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা ।
প্রচারে বিরোধী প্রার্থীর জয়ের সম্ভাবনাকে কার্যত নস্যাৎ করে দিয়েছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ফল বলছে, দিলীপকে ছাড়িয়ে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদ। ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
এই ভোটসংখ্যা প্রকাশ্যে আসতেই হাতে হাতুড়ি নিয়ে জয়োল্লাসে মাতেন তৃণমূল কর্মীরা। ফলঘোষণার আগেই আবির খেলা শুরু করে দেন তাঁরা। একটি পেল্লাই হাতুড়ি নিয়ে উল্লাসে মাতেন এক কর্মী। মুহুর্মুহু উঠছে জয় বাংলা শ্লোগান।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলার ৪২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে তৃণমূল। ১০টিতে বিজেপি। ১টিতে কংগ্রেস।
কালীঘাটে মঙ্গলবার ছবি গুলি তুলেছেন ধ্রুব হালদার