West Bengal Durga Puja 2022 : আজ মহানবমী, উৎসবের শেষ লগ্নে মাতোয়ারা বাংলা

0
844

বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোয় চরম ব্যস্ততা।

বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো। এই পুজোর পরতে পরতে সাবেকিয়ানা। নবমীর সকাল থেকেই শুরু হয়েছে পুজোপাঠ, অঞ্জলি। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে চলছে পুজো।

পুরুলিয়ার গ্রাম উঠে এল বেনিয়া পাড়ার পুজোয়

ছবি তুলেছেন ধ্রুব হালদার ৷

পিন্দারে পলাশের বন…।
মহানগরে কংক্রিটের জঙ্গলের মাঝে পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম। অরণ্য ঘেরা যে গ্রামে পা রাখলে উদাস হয়ে যায় মন। প্রানভরে শ্বাস নিতে ইচ্ছে করে। আদিবাসী সাঁওতালদের হাতের সুনিপুণ কাজ দেখে মুদ্ধ হয়ে যেতে হয়। একেবারে অন্যভাবনার এই পুজোয় শামিল হতে নবমীর সকালেও পুণ্যার্থীদের ভিড় ৷ নিষ্ঠার সঙ্গে রীতি মেনে বেনিয়া পাড়া সর্বজনীনে শুরু হয়েছে পুজোপাঠ, অঞ্জলি।

মধ্য কলকাতার ৬০-৬১ পল্লী বেনেপুকূর সার্বজনীন পূজো মণ্ডপে ১০৮ পদ্ম ও ১০৮ টা প্রদীপ জ্বালিয়ে সন্ধি পূজোরছবি তুলেছেন ধ্রুব হালদার।

জেলার বড় পুজোগুলির মধ্যে অন্যতম উত্তর ২৪পরগনার বনগাঁর ইছামতী শারদ উৎসব কমিটির পুজো ৷ কচুরিপানার মন্ডপে নদীর রঙে মৃন্ময়ী মাকে সাজিয়ে দেবীর আরাধনায় মগ্ন বনগাঁর তরুণ- তরুণীরা৷

‘পাখি সংরক্ষণে সচেতনতা’

দিকে দিকে ক্রমেই বসছে মোবাইলের নিত্যনতুন টাওয়ার৷ যার দাপটে হারিয়ে যাচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দ৷ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতেই নিজের ভারসাম্য হারাবে পৃথিবী৷ হাঁটি হাঁটি পা পা করে সেই ধ্বংসের পথেই এগোচ্ছে পৃথিবী৷ তাই পৃথিবীর ভারসাম্য রক্ষার সচেতনতায় উত্তর ২৪ পরগনার গোপাল নগর থানার পল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটির এবার পুজোর থিম ‘পাখিরালয়’৷ রেডিয়শনের ফলে বহু পাখি লুপ্তপ্রায় হতে শুরু করেছে। সেই সব পাখিদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান পূজা কমিটি সদস্যরা।

বালুরঘাট কচিকলা অ্যাকাডেমির পুজো৷ এবারের পুজোর থিম কাল্পনিক। পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে ডাকের সাজে প্রতিমা। এবারে কচিকলা অ্যাকাডেমির পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করল।

কলকাতার ৯৯টি পুজো কমিটিকে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হয়েছে। এরমধ্যে ৪২টি পুজো সেরার সেরা। সেরা ভাবনায় সম্মানিত ২০টি পুজো। বিশেষ পুরস্কার পেয়েছে ২১টি পুজো। পরিবেশ বান্ধব পুজো বিভাগে মনোনীতের সংখ্যা ১৬।

শনিবার যাদের বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হল তারাই রেড রোডের কার্নিভালে অংশ নেবে। কলকাতার পুজোগুলির জন্য এই বিশেষ শোভাযাত্রা হবে ৮ অক্টোবর, বিকেল সাড়ে ৪টেয়। রাজ্যের বাকি সব জেলায় বিসর্জনের বিশেষ শোভাযাত্রা হবে একদিন আগে, অর্থাৎ ৭ অক্টোবর শুক্রবার। এই প্রথম জেলার পুজোর জন্য

কার্নিভাল হচ্ছে। জেলার পুজোর আবেদন এসেছিল ১২৩৯টি। পুরস্কার পেয়েছে ২৮৯টি।

সেরার সেরা পুজোয় প্রথমেই রয়েছে চেতলা অগ্রণীর নাম। রয়েছে সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, বাগবাজার সর্বজনীন, ত্রিধারা, কলেজ স্কোয়ার, আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো। সেরা পরিবেশের সম্মান এফডি ব্লকের পুজোকে। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ শুরু করেছে। এবারও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, জেলা থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল।

বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দওপাড়ার সাবেকি পুজো দেখতেও ভিড় উৎসাহীদের :দেখুন ভিডিও

বনগাঁর দত্তবাড়ির এই পুজো নিয়ে নানা কাহিনী রয়েছে দত্তবাড়ির দুর্গার বিড়াল হাতি৷ অর্থাৎ দূর্গার হাত দুটি বিড়ালের মতো ছোট আকৃতির ৷শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দত্ত পরিবারের যোগাযোগ ছিল প্রতি বছর পুজোতে রাজা কৃষ্ণচন্দ্র দত্ত বাড়িতে যেতেন। একবার পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে রাজবাড়িতে পুজো বন্ধ থাকে সেই সময় রাজবাড়ির বড়মা স্বপ্নাদেশ পান দেবীর বিড়াল হাতি রূপের ৷তখন থেকেই সেই রূপেই দত্তবাড়িতে দুর্গা পুজো হয় ৷

মহোৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। তবে দেখতে দেখতে কেটে গেল দিন, এসে গেল নবমী। নবমীর সকাল থেকেই পুজোপাঠ, অঞ্জলি, আরাধনা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোয় চরম ব্যস্ততা। বৃষ্টি উপেক্ষা করেই গলি থেকে রাজপথে মানুষের ঢল।

Previous articleDurgapuja2022: বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দওপাড়ার সাবেকি পুজো দেখতেও ভিড় উৎসাহীদের :দেখুন ভিডিও
Next articleDurga puja 2022: নবমীর রাতে শহরের রাস্তায় জনস্রোত, কলকাতা থেকে বনগাঁ বেশি ভিড় কোন পুজোয়,জানাচ্ছে দেশের সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here