West Bengal Assembly By Election 2024 মতুয়া গড়ে সবুজ ঝড়, বাগদায় বিজেপির বিপর্যয়! প্রায় ৩৪ হাজার ভোটে জয়ী হলেন তৃণমূলের মধুপর্ণা

0
73
অর্পিতা বনিক দেশের সময়

বাগদা: চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর। প্রথমবার ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন তিনি। ১৩ বছর পর বাগদা কেন্দ্রে তাঁর হাত ধরেই কমব্যাক করল  তৃণমূল।

বাগদা বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল। ৩৩ হাজার ৬৬৪ বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। ৩৩,৬৬৪ ভোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা।

উপনির্বাচনে সবুজ ঝড়। তৃণমূল ৪, বিজেপি শূন্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি। কিন্তু বিজেপি বিধায়করা তৃণমূলে যোগ দেওয়ায় উপনির্বাচন হয়। তাতে শাসকদলেরই জয়জয়কার।

উত্তর ২৪ পরগনার বাগদা মতুয়াগড়। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। শুধু গত বিধানসভাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও বাগদায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। তাই পিছিয়ে পড়া এই আসন নিজেদের দখলে নেওয়াটাই চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই প্রার্থী নির্বাচনে বিশেষ নজর দেয় ঘাসফুল শিবির। 


তৃণমূলে যোগ দেওয়ার পর বিশ্বজিৎ দাস লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি হেরে যান তিনি। তাই ফের তাঁকে এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু প্রার্থী তালিকায় নতুন চমক আনে তৃণমূল। উপনির্বাচনে একেবারে নতুন মুখকে বাগদা বিধানসভার ভোট লড়াইয়ে নেমেছিল শাসক দল। ঠাকুর পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে বেছে নেয় তারা। 

বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর। বিজেপির সাংসদ তাঁদেরই পরিবারের সদস্য। মতুয়া ভোটের একটা বড় অংশ পেয়ে তিনি জয়ী হয়েছেন। এই ভোট তৃণমূলের দিকে ঘুরবে কিনা তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। কিন্তু শেষ হাসি হাসলেন মধুপর্ণা। দীর্ঘদিন বাদে মতুয়া গড় ফিরে পেয়ে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। মানুষ পাশে রয়েছেন, জানালেন সর্বকনিষ্ঠ বিধায়ক। 

সবচেয়ে বড় কথা মতুয়া গড় হিসেবে পরিচিত বাগদা কেন্দ্রে উপনির্বাচনে প্রায় ৩৪ হাজার,৬৬৪  ভোটে জিতেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুর জিতলেও মাত্র দু’‌মাসের ব্যবধানে হওয়া উপনির্বাচনে নিজের গড় রক্ষা করতে পারলেন না শান্তনু।

সবচেয়ে তাৎপর্যের ২০১১ সালের পর বাগদায় ফের ফুটল ঘাসফুল। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। ৩৩,৪৬৮ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা। মাত্র ২৫ বছরে বিধায়ক হয়ে কামাল করলেন তিনি। 

রানাঘাট দক্ষিণেও জিতেছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারী প্রায় ৩৮ হাজার ভোটে জিতে গেছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন মনোজকুমার বিশ্বাস। আবার রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন মানসকুমার ঘোষ। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটে রায়গঞ্জে হেরে যান কৃষ্ণ কল্যাণী।

তবু তাঁর উপরেই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মান রাখলেন। অবশ্য ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জে জিতেছিলেন কল্যাণী। আর শাসকদল মানিকতলাতেও বিপুল ভোটে জয়ের দিকে এগোচ্ছে। উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। 

জয়ের পর কৃষ্ণ কল্যাণী বলেছেন, ‘‌মানুষ উন্নয়নকে বেছে নিয়েছেন। কৃতজ্ঞ।’‌ মুকুটমণির কথায়, ‘‌বিজেপি সাধারণ মানুষের কথা ভাবে না। পিছিয়ে পড়া মানুষের কথা ভাবে না। তাই ওদের এই হাল।’‌ মধুপর্ণার কথায়, ‘‌প্রতিটি ঘরে ঘরে গেছি। মানুষ বুঝে গেছে, দিদি সবার পাশে রয়েছে। তিনিই উন্নয়নের কাণ্ডারি।’‌ 

Previous articleBy Election 2024 উপনির্বাচনে তৃণমূল-ঝড়, বাগদায় এই মুহূর্তে মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থীর চেয়ে ২০, ৮৮৪ ভোটে এগিয়ে, জানিয়েছে নির্বাচন কমিশন
Next articleMadhuparna Thakur: মতুয়াগড়ে নয়া নেত্রীর উত্থান, বাগদায় গেরুয়া রং মুছে দিয়ে সবুজ করল তৃণমূলের মধুপর্ণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here