Weekend Trip: কলকাতা থেকে ৪ ঘণ্টার পথ এক নতুন সি-বিচ, রাত কাটান টেন্টে ঝাউবনের ভিতরে

0
561

দেশের সময়: শীত এলেই কেমন মনটা সমুদ্র সমুদ্র করে তাই না! আসলে শীতে বেড়ানোর মজা তো সেই কবে থেকেই নিয়ে এসেছি আমরা।

বছরের অন্য সময়ের তুলনায় এ সময় রোদ থাকে নরম আর আরামদায়ক। তাই শীতের সময়টাকেই বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময় মনে করেন অনেকে। শীত এলে যে আলস্য জেঁকে ধরে তাকে তাড়াতেই বুঝি এই বেড়িয়ে পড়া। আর সেই আনন্দই নিতে পারবেন এই শীতে সমুদ্রের ধারে গেলে। 

এবার চলুন , নতুন একটি সি-বিচের কথা আজ আপনাদের বলব। নাম তার বাদগা। ওড়িশার বালাসোরের কাছে অবস্থিত এই সি-বিট। পর্যটন মানচিত্রে এর আবির্ভাব হয়েছে সবেমাত্র। তাই এখানে আপনি দীঘা-পুরীর মতো ভিড় একেবারেই পাবেন না। প্রায় ভার্জিন একটা বিচ বললেই চলে।

আর যেহেতু এখনও সেরকম পর্যটকের সমাগম হয়নি এখানে, তাই এখানে বিলাসবহুল থাকার জায়গা পাবেন না সেরকম। সিবিচের ধারের ঝাউ গাছের জঙ্গলে রয়েছে টেন্টের ব্যবস্থা। পাবেন ক্যাম্প। কিছু ক্যাম্পে আছে কুলারও। একদম একটা আলাদা অভিজ্ঞতা হবে এখানে এলে। এদের পক্ষ থেকে বোটে করে ঘোরার সুযোগ পাবেন সমুদ্রে। তবে ক্যাম্প বুকিংয়ের সময় ফোনে সে বিষয়ে কথা বলে নেবেন। রাতে করতে পারবেন বনফায়ারও। আগে থেকে বলে রাখলে বারবিকিউর ব্যবস্থাও করে দেওয়া হবে। 

সবথেকে ভালো হল এখানে আপনি খুব আরামে সমুদ্র স্নানের মজা নিতে পারবেন। বেশ ফাঁকা ফাঁকা সমুদ্রে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে আপনাদের। সি-বিচ ভরে আছে লাল কাঁকড়ায়। তবে যেই আপনার পায়ের আওয়াজ পাবে, ওরা ঢুকে যাবে বালিতে। এই বিচ থেকে সূর্যাস্তের রূপও অসাধারণ। বিশেষ করে বন্ধুদের সঙ্গে উইকেন্ড ট্যুরের প্ল্যান করতে চাইলে এই জায়গা আদর্শ আপনার জন্য।

কীভাবে যাবেন:

হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে চলে আসুন বালাসোরে। সেখান থেকে অটো পেয়ে যাবেন বাগদা বিচে যাওয়ার। একটা কিংবা দুটো রাত আরামসে কাটিয়ে ফেলতে পারবেন এখানে। 

Previous articleWeather Update: বছরের প্রথমদিনেই ধোঁয়াশায় ঢাকল শহরের আকাশ,জেলায় জেলায় শীতের আমেজ
Next articleপয়লা জানুয়ারি ছিল আচার্য সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন ! তাঁকে শ্রদ্ধা জানিয়ে বোসন-গল্পের ঝাঁপি খুললেন ড. কল্যাণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here