Weather Update: শীতের শেষ স্থায়ী ইনিংস শুরু!‌ বৃষ্টি হতে পারে সরস্বতী পুজোয়, পূর্বাভাস হাওয়া অফিসের

0
382

দেশের সময় ওয়েবডেস্ক:‌ উত্তুরে হাওয়ার প্রভাব।  একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি।শীতের শেষ ইনিংস স্থায়ী হতে পারে আর মাত্র তিন দিন! ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আগমন হতে পারে বসন্তের।

শুক্রবার থেকে সোম জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার পারদের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এরই সঙ্গে জানানো হয়েছে, সকাল থেকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী দু’দিন আরও নামবে পারদ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে বড় মাপের পারদ পতনের সম্ভাবনা আছে। উত্তর এবং দক্ষিণ–রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে এবং উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামতে পারে। তবে আলিপুর হাওয়া অফিসের মতে, এটাই শীতের শেষ স্থায়ী শেষ ইনিংস। যা শেষ হতে পারে ১ ফেব্রুয়ারি। সেদিন থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঝারি বৃষ্টিপাতে সামান্য শীত থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। দাপট কমবে কনকনে উত্তুরে বাতাসের। সেই জায়গা নেবে দখিনা বাতাস। রাজ্যে আগমন হবে বসন্তের। তামিলনাড়ুর উপরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে।

উত্তরের পাশাপাশি দক্ষিণেও হবে বৃষ্টি। তবে সপ্তাহান্তে রাজ্যে পারদ পতন হলেও, কলকাতায় শীত ততটা জোরালো না–ও হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে উত্তর–পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা উত্তুরে বাতাস ঢুকলে পারদও নামতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। তবে তার স্থায়িত্ব হবে কম।

এদিকে, উত্তর–পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জানুয়ারির শেষ সপ্তাহে এবং বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।

Previous articlePETRAPOLE : অনির্দিষ্টকালের জন্য বানিজ্য বন্ধের সম্ভাবনা পেট্রাপোল বন্দরে
Next articleMaharashtra Assembly: ১২ বিজেপি বিধায়কের সাসপেন্ডের সিদ্ধান্ত ‘বেআইনি’, মহারাষ্ট্র বিধানসভার সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here