দেশেরসময় , কলকাতা: ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র আর কয়েক ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এর প্রভাব পড়তে পারে বাংলা সহ একাধিক রাজ্যে। জানা গিয়েছে, এর জেরে ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বিকেলের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার কারণে বৃষ্টি হলেও গরমে হাঁসফাঁস করতে হবে বঙ্গবাসীকে।