Weather updateপুজোর আগেই বন্যার আশঙ্কা, কলকাতা থেকে ১০০ কিমি দূরে নিম্নচাপ! দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
215
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সন্ধের দিকে কিছুটা থামলেও রাত থেকে ফের জারি বৃষ্টি। আর শনিবার সকাল হওয়ার আগে থেকেই শুরু হয়েছে দুর্যোগ। ভোর থেকে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গের উপর। ক্যানিং থেকে উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব-উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে ওই নিম্নচাপ। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ রূপেই তা ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এই নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রেখেছে আলিপুর হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল বা চূড়ান্ত সতর্কতা। ওই দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও।

শনিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় একদিনে ২০০ মিমি–র বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

এ ছাড়া, শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। হাওয়া ‌অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। শনিবার গাঙ্গেয় বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনিবার উত্তরের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে।

এদিকে, নদী–খাল–বিল ভরা থাকায় বিভিন্ন এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ হয়ে বাংলার উপর দিয়ে সরে যাবে নিম্নচাপ। ডিভিসি জল ছাড়লে বাড়বে বিপদ। বাংলার পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

Previous articleDoctors protest ‘আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা’! জুনিয়র ডাক্তারদের নিশানায় এ বার শুভেন্দু: দেখুন ভিডিও
Next articleAnsarullah Bangla Team-WB CMমমতাকে আহ্বান! বাংলাকে মোদীর শাসনমুক্ত করে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ডাক বাংলাদেশি জঙ্গিনেতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here