দেশের সময় ওয়েবডেস্কঃ আরব সাগর ও বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জোরালো নিম্নচাপ ক্ষেত্র তৈরি রয়েছে৷ ইতিমধ্যেই তামিলনাড়ুতে প্রভূত বৃষ্টি হচ্ছে৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপক্ষেত্রটি ঘূর্ণাবর্তে পরিণত হলে ফের একবার প্রবল বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গ৷
কিন্তু আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ি আগামী কিছুদিন গুজরাত সহ ভারতের একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভবনা৷ আবহাওয়া দফতর জানিয়েছে ৩০ নভেম্বর থেকে পাহাড়ি এলাকায় বরফপাত শুরু হয়েছে৷ জম্মু-কাশ্মীরে তাপমাত্রা হুড়মুড় করে নামছে৷
এদিকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকবে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। আগামী দিন দুয়েক এমনই থাকবে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তারা আরও জানাচ্ছে, তারপর দু’দিন পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
দু-একদিন এখন যে রকম ঠান্ডা রয়েছে, সেই রকম ঠান্ডা থাকবে। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফলে ঠান্ডা একটু কমবে ৩ ডিসেম্বর নাগাদ।
দুই ২৪ পরগণা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছুটা এবং হাওড়া- এই অঞ্চলগুলির উপর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।এবং ৪ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।
আন্দামান সাগরে আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি প্রথমে পশ্চিম এবং পূর্ব-পশ্চিম দিকে এগিয়ে একটু ক্ষমতা বাড়িয়ে সমুদ্রের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে আন্দামানে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর- এই তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। ফলে আন্দামানের ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যাঁরা বেড়াতে যান, তাঁদের জন্য বলা হচ্ছে ৩০ নভেম্বর এবং ১-২ ডিসেম্বর আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোনও জায়গায় কোনও সতর্কতা নেই এখনও পর্যন্ত। ৪ তারিখ পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিক। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক প্রকৃতির থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়কেদিন সেখানে এমন থাকতে পারে বলে পূর্বাভাস।
আইএমডি পূর্বাভাস অনুযায়ি পশ্চিমী ঝঞ্ঝার জেরে ৩০ নভেম্বর রাত থেকে পাহাড়ে তুষারপাত বাড়বে৷ এর জেরে উত্তরপশ্চিম ভারত ও মধ্য ভারতে বৃষ্টির সম্ভবনা তৈরি হবে৷ গুজরাত , উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ , দক্ষিণ রাজস্থানে বৃষ্টি হবে৷
কাশ্মীর ঘাটিতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে৷ শ্রীনগরের তাপমাত্রা ছিল ০ ডিগ্রির নিচে ১.১ ডিগ্রি সেলসিয়াস৷ শনিবার রাতে তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী দিনে কড়া ঠাণ্ডার পরিবেশ থাকতে কাশ্মীর উপত্যকায়৷
আধিকারিকদেরমতে পহেলগামে তাপমাত্রা শূন্যের নীচে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে৷ উত্তর কাশ্মীরের বারামূলা -র গুলমার্গ রিজার্টে তাপমাত্রা শূন্যের নিচে ২.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে৷