Weather Updates: মাঘের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং,বঙ্গে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রকুটি, কী বলছেন আবহবিদরা?

0
571

দেশের সময় ওয়েবডেস্কঃ কথায় বলে ‘এক মাঘে শীত যায় না’। তবে, এ বার শীতের দেখা মেলেনি। শেষ মাঘে অবশ্য বঙ্গে শীতের ঝোড়ো ব্যাটিং। আপাতত বেশ কিছুদিন থিতু হবে শীত। কিন্তু, তার আয়ু খুব বেশিদিন নয়। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার থেকেই ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। রয়েছে আরও একটি ঝঞ্ঝার আশঙ্কাও।

শীত শেষের মুখে। উপরন্তু বৃষ্টি বিপদও থাকছে বঙ্গে। গত সপ্তাহেও শুক্রবার গোটা দিন দুই বঙ্গেই বৃষ্টি হয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে কমে বৃষ্টির প্রকোপ। জেলায় ও উত্তরবঙ্গে  বৃষ্টি  হলেও কলকাতা ও শহরতলী মোটামুটিভাবে বৃ্ষ্টিহীনই ছিল। দেখা মিলেছে রোদের। সরস্বতী পুজোতেও কোনও বাধা পড়েনি।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। আগামী বেশ কয়েকদিন শীত থাকবে। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছিও হতে পারে। সোমবার সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে। সরস্বতী পুজোর হাত ধরে বঙ্গে মৃদু শীতের প্রত্যাবর্তন। ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমেছে তাপমাত্রা। তবে আবহাওয়াবিদরা বলছেন, রাজ্যে মৃদু শীতের আয়ু সাময়িক। ৮ ও ১০ তারিখ উত্তর পশ্চিম ভারতে ফের ঝঞ্ঝা। বৃহস্পতি ও শুক্রবার ফের বঙ্গে মেঘ ঢুকবে। ফলে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে দুই বাংলায়। গত সপ্তাহেই ঝঞ্ঝার কুনজরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করে বাংলায়। দক্ষিণের একাধিক জেলায় শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। রাজ্যের ১৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। দুর্ভোগ বাড়ে সরস্বতী পুজোর বাজার, পুজোর প্রস্তুতিতে। এদিকে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফের চড়তে থাকে তাপমাত্রার পারদও।


গত শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালের সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দেন, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দক্ষিণ বঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটাও বিক্ষিপ্ত ভাবে। তেমনটাই হয়েছে। সঙ্গে হয়েছে পারদ পতনও। ফিরছে হালকা শীতের প্রভাব। সোমবার সেই পূর্বাভাসই কার্যত সত্যি হল। তবে সপ্তাহান্তে ফের ঝঞ্ঝা-বিপদে শীতের আয়ু কার্যত ফুরিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ।

 সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
 

এদিকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার জেরেই সপ্তাহের মাঝে আবার আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস বলছে,  বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

 

Previous articleLata mangeshkar : গান স্যালুটে বিদায় সুর সম্রাজ্ঞীর, লতার মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, উপস্থিত উদ্ধব–শাহরুখরা
Next articleতৃণমূলের চূড়ান্ত লিস্ট বেরোয়নি, বিস্ফোরক মদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here