Weather update সামনে মে মাস,গরম কি আরও বাড়বে? কি জানাচ্ছে হওয়া অফিস

0
142

দেশের সময় কলকাতা  রবিবারের ঠাঠা রোদের দুপুরে আগামী আরও এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানাল হাওয়া অফিস। তাতে দেখা যাচ্ছে, রবিবারই রাজ্য়ের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে তাপমাত্রার পারদের বড় একটা হেরফের হচ্ছে না।

একটানা কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সেই ২০১৪ সালে এমন আবহাওয়ার এমন চরম পরিস্থিতি দেখা গিয়েছিল।

আবহাওয়াবিদরা বলছেন, গত ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে। একটানা এমন গরম এবং তাপপ্রবাহ আগে কখনও হয়নি মহানগরে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। গরম পড়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার করে ফেলেছে। বেলা আড়াইটের ওয়েদার বুলেটিন দেখিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় গরম ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

রবিবার যে পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। এই পাঁচ জেলাতেই গত এক সপ্তাহ ধরে কোথাও তাপপ্রবাহ কোথাও বা তীব্র তাপপ্রবাহ চলেছে। ররিবারের আগাম সতর্কতা বলছে এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

তবে বৃষ্টি হলেও এই জেলাগুলি বা তার সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতির বদল হবে না বলেই দেখা যাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। তাতে দেখা যাচ্ছে, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অবশ্য অন্যান্য দিনের মতো লাল সতর্কতা নেই। তবে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সেখানেও।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও গরম, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা আছে।

এখন রোজই তপ্ত সকাল। জ্বালাপোড়া দুপুর। সন্ধেবেলাও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গরম হাওয়া। কলকাতা যেন মরুভূমি হয়ে গেছে। সূর্যের গনগনে তেজ চামড়া পুড়িয়ে দিচ্ছে। আবহাওয়ার রিপোর্ট বলছে, রাজস্থানের জয়পুরের থেকেও বেশি গরম কলকাতায়।

জয়পুরে যখন ৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে, কলকাতায় তখন তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছোঁবে বলে লাফ দিচ্ছে। তাই আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না যেতে। রাস্তায় বেরোতে হলে ছাতা নিতেই হবে। মাথা-মুখ ঢেকে রাখলে ভাল। বারে বারে জল খেতে হবে। সঙ্গে ওআরএস রাখলে ভাল হয়।

উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবারের পর থেকে আবহাওয়া কিছুটা বদলাতে পারে।

মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে তা এখনও জানা যায়নি।

Previous articleMamata Banerjee বিজেপির সব প্ল্যান এবার ভেস্তে দেব, হুঙ্কার মমতার
Next articleLok Sabha election 2024 বিজেপির দুটো চোখ, একটা সিপিএম অন্যটা কংগ্রেস: মালদহে গনি খানের গড়ে তোপ মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here