Weather update সাতসকালেই আকাশ হল কালো, ধেয়ে আসবে ঝড়- সঙ্গে তুমুল বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণে জারি সতর্কতা

0
17
অর্পিতা বনিক দেশের সময়

গত কয়েকদিন কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়নি। ফের কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেই আশায় ছিল বঙ্গবাসী। এরই মাঝে রাজ্যবাসীকে খুশির খবর দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাহলে কি সপ্তাহান্তে ফের অসহ্য গরম ও অস্বস্তিকর আবহাওয়া সহ্য করতে হবে বঙ্গবাসীকে? কী বলছে হাওয়া অফিস?

ঘূর্ণাবর্তের অবস্থান, আর ঠিক সেই কারণেই বৈশাখের প্রখর তাপপ্রবাহের মাঝে বেশ স্বস্তি উত্তর থেকে দক্ষিণে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দুর্যোগের ঘনঘটা অব্যাহত থাকবে বাংলায়। সপ্তাহের শুরুর দিন, অর্থাৎ সোমবার থেকে আগামী কয়েকদিন জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধের পর কমতে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই কিছুটা বাড়তে পারে গরম। এক ধাক্কায় কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। 

হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু অংশে আগামী কয়েকঘণ্টায় ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০কিমি প্রতি ঘণ্টা।

আগামী কয়েকঘণ্টায় আকাশ কালো হয়ে আসার সম্ভাবনা নদীয়ার বিস্তীর্ণ এলাকায়। হালকা থেকে মাঝারি বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি বেগে।  তিন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় জারি হলুদ সতর্কতা।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ পাঁচ জেলাতে। এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দু-এক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বুধবারের পর তাপমাত্রা বেড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বইতে পারে শুকনো হাওয়া। রবিবার উত্তরবঙ্গের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।

Previous articleImport and export almost stopped at India-Bangladesh border,Loss of hundreds of crores of rupees, letter to Nirmala
Next articleMock Drill যুদ্ধ পরিস্থিতি: নিভে যাবে সব আলো , বাজবে এয়ার রেড সাইরেন, বুধবার বাংলার কোথায় কোথায় মহড়া হবে জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here