কলকাতা : পুজোযর বাকি আর মাত্র কয়েকদিন। কিন্তু, পুজোয় ঘোরাঘুরির আনন্দে জল ঢালতে পারে আবহাওয়ার মতিগতি। পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা।আবহবিদদের পূর্বাভাস এমনটাই ।
প্রতীক্ষা উমার আগমনের। কিন্তু পুজোর দিনগুলোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টিপাত। আবহবিদদের পূর্বাভাস, বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে ১৫ অক্টোবর। তা সত্ত্বেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে পূর্ব ভারতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলায় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর আনন্দ অনেকটাই মাটি করতে পারে দুর্যোগ, আশঙ্কা এমনটাই।
অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে রাজ্যে। এমন আভাস মিলেছে ইতিমধ্যে। অর্থাৎ দুর্গাপুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু তার আগে আগামী কয়েকদিনের জন্য বঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারের পর থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা, মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আপাতত চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোথাও।
কলকাতা সহ দক্ষিণ বঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। যদিও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দুপুরের পর দু’এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ৩৮.৬ মিলিমিটার।
দক্ষিণের পরিস্থিতি থাকবে না উত্তরবঙ্গে। সেখানকার পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। কারণ শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা, মাঝারি, কখনও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে।