Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলা ভিজবে? জানুন

0
902

দেশের সময় ওয়েবডেস্কঃ আষাঢ়ে বর্ষা কোথায়? দক্ষিণবঙ্গে তার দেখা নাই! অথচ চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তখন থেকেই একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজছে পাহাড়ি এলাকা।

এদিকে চরম অস্বস্তিতে নাজেহাল দশা কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীদের। তবে চলতি সপ্তাহের সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। 

হাওয়া অফিস জানাচ্ছে ‘সপ্তাহান্তে বর্ষার আমেজ পাবে প্রধানত তিনটি জেলা। অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই তিন জেলায় ভারী বৃষ্টি হলেও, এবারেও বঞ্চিত হবে কলকাতা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে। 

বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। শেষমেশ দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, তিন জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে অবশ্য মেঘলা আকাশ এবং তাপমাত্রা কমবে কিছুটা।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলিতেও। মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

Previous articleDesher Samay E paper দেশের সময় ই পেপার
Next articlePatha Chatterjee: এসএসকেএমে ভর্তি পার্থ- আদৌ কি অসুস্থ? নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ ইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here