দেশের সময় কলকাতা :ভরা বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। মঙ্গলবার মধ্যরাতে হালকা বৃষ্টিতে ভিজেছিল রাজ্যের কয়েকটি জেলা। বুধবার সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দেখুন ভিডিও
বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে আবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রায় সামান্য পারদ পতন হয়েছে রাজ্য জুড়ে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা কমতে দেখা গিয়েছে।
তবে চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।
শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রামে। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।