দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলা জুড়ে শীতের আমেজ। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা কমার সম্ভাবনা। কলকাতায় আজ, সোমবার আরও নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঢুকলো পুরুলিয়া ও শ্রীনিকেতনে।
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। পূবালি হাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
এদিকে রাজ্য জুড়ে ক্রমশ নামছে পারদ। সকালে জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে ১৯ ডিগ্রির নিচে তাপমাত্রা। পাহাড়েও আট ডিগ্রির নিচে নামল পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে।
শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় শীতের আমেজ থাকছে৷
সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে। রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের আমেজ অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ৷