Weather Update : বসন্ত এসে গেছে! ফাল্গুনের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যে কি শীতের দিন শেষ? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
512

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল-বিকেল কোকিলের ডাক আর দখিন হাওয়ায় বসন্তের আগমনও টের পাওয়া যাচ্ছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালি মেজাজ অব্যাহত এখনও। শীত বিদায় জানালেও, ভোরে হালকা আমেজ এখনও টের পাওয়া যাচ্ছে। যদিও আজ থেকেই পারদ চড়তে শুরু করেছে। সপ্তাহান্ত থেকে শীতের আমেজ পুরোপুরি উধাও হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 

এক কথায়, বাংলা থেকে শীতের বিদায় পর্ব (Winter 2023) শুরু হয়ে গিয়েছে। রাজ্যে শীতের শেষ দিন। বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এখনও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। গত কয়েকদিন ধরেই ক্ষণে ক্ষণে ভোলবদল হচ্ছে আবহাওয়ার। পারদের ওঠানামা অব্যাহত। ফলে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শনিবার থেকে তা হু হু করে বাড়তে শুরু করবে বলেই জানা যাচ্ছে।

পাকাপাকিভাবে শীতের বিদায়ের আগে শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃহস্পতি এবং শুক্রবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে। শনিবার থেকে শীতের আমেজ উধাও হবে। উষ্ণতার দিন শুরু হবে শহরে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন শুধুমাত্র ভোরের দিকেই হালকা শীত শীত ভাব থাকবে। শনিবার থেকে তাপমাত্রার পারদ চড়বে অনেকটা। এক ধাক্কায় পারদ বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহান্ত থেকে আর শীতের আমেজ পাওয়া যাবে না। চড়া রোদে বাড়বে অস্বস্তি। 

শনিবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় অন্তত পাঁচ ডিগ্রি বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে বলেই পূর্বাভাস।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে আরও দু’দিন। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দু’টোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন-চারদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও কুয়াশার কোনও পূর্বাভাস নেই। পরিষ্কার থাকবে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী দুইদিন কুয়াশার দাপট থাকবে। 

গত মঙ্গলবার নতুন করে উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝা ঢুকেছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। বৃষ্টি ও হালকা তুষারপাত হবে কাশ্মীর, গিলগিট, বালিস্থান, লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের অরুণাচলপ্রদেশে।

আগামী কয়েকঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়। দেশজুড়ে উষ্ণতার ছোঁয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। সারাদেশে ঊর্ধ্বমুখী হবে পারদ। পরবর্তী দু’তিন দিনে দুই থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

মধ্য ভারতে ও পশ্চিম ভারতে তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। আগামী সপ্তাহের মধ্যে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পরে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Previous articleShehzada: শেহজাদা’র প্রচারে কলকাতায় এসে এ কী বললেন কার্তিক আরিয়ান?
Next articleBook: “কৃষি,পরিবেশ ও কৃষ্টির অন্তর্জগৎ” ড. কল্যাণ চক্রবর্তী ও অরিত্র ঘোষ দস্তিদারের বই প্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here