Weather Update: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নামতে পারে পারদ, ফিরতে পারে শীতের আমেজ, হাওয়া অফিসের পূর্বাভাস

0
576

দেশের সময় ওয়েবডেস্কঃ জানুয়ারি মাস শেষের সঙ্গে সঙ্গে বাংলায় শীত প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গে, সকালে থাকবে হালকা কুয়াশা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নামতে পারে পারদ, ফিরতে পারে শীতের আমেজ।

কলকাতা ও সংলগ্ন এলাকায় কার্যত শীত উধাও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ন্যূনতম চার থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকবে। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই দূরাবস্থা। উত্তর-পশ্চিম ভারতেও কিছুটা বেড়েছে তাপমাত্রা। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। এর ঠিক পেছনেই আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আজ দুপুরে। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আছে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।

একটি রাজস্থান ও সংলগ্ন এলাকায়। অপরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ফলে কোনোভাবেই দক্ষিণবঙ্গে শীতল বাতাস ঢোকার রাস্তা নেই। উল্টে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে একটু একটু করে বাড়ছে দখিনা হাওয়ার প্রভাব।

পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে উষ্ণতার ছোঁয়া রয়েছে। শুক্রবার রাতেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ ফেব্রুয়ারি। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। 

উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি৷ রবি ও সোমবার তাপমাত্রা ফের বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব ও রাজস্থানে শৈত্যপ্র,বাহের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে পঞ্জাব চন্ডিগড় এবং হরিয়ানা-সহ দিল্লি একাংশে। রাজস্থানে শিলাবৃষ্টি হতে পারে শনিবার থেকে সোমবারের মধ্যে।

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা।‌ সামান্য ওঠানামা করতে পারে রাতের তাপমাত্রা। রবি ও সোমবার ফের নামবে পারদ।  তাপমাত্রা অনেকটাই নেমে যাবে ফেব্রুয়ারির ২-৩ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতি ও শুক্রবার।

শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Previous articlePM Narendra Modi: ২৪-র লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মোদী, জল্পনা!
Next articlePHOTOGRAPHY:ফটোগ্রাফির বিবর্তন, ইতিহাস নিয়ে আন্তর্জাতিক সম্মেলন বিড়লা মিউজিয়ামে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here