দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বিক্ষিপ্ত বৃষ্টি বাংলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। পুজোর মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বৃষ্টির শঙ্কার তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তটি আপাতত দুর্বল হয়েছে। এখন সেটি অক্ষরেখায় পরিণত হয়েছে।
তবে নতুন আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে।
ফলে নবমী থেকেই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। দশমীতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আর ২-৩ দিনের মধ্যেই পাকাপাকি ভাবে বিদায় নেবে বর্ষা
আপাতত রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রেও একই পূর্বাভাস থাকছে। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফলে পুজোতেও বৃষ্টি পিছু ছাড়ছে না। নয়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই।