দেশের সময়ওযেবডেস্কঃ রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে কলকাতা, দক্ষিণবঙ্গের নানা জেলায়। কাল রাতভর বর্ষণ চলেছে। সোমবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, একটানা বৃষ্টি হচ্ছে। সারাদিন এমনই চলার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, রবিবার থেকে পরপর তিনদিন বৃষ্টি চলবে। অর্থাত্ মঙ্গলবার লক্ষ্মীপুজোর দিনও বর্ষণ অব্যাহত থাকবে। সেই পূর্বাভাস মিলে যাচ্ছে। শুধু এ রাজ্যের একাংশই নয়, দেশের দক্ষিণের রাজ্য কেরলও বৃষ্টি-বন্যায় ভাসছে। মৃত্যু হয়েছে ২২ জনের।
এই মুহূর্তে নিম্নচাপ অনেকটা সরে গিয়ে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। প্রথমে এই বাতাস দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করবে। তারপর উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে।
এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ, সোমবার সকাল থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দেশের নানা প্রান্তে ২১ অক্টোবর অর্থাত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা আইএমডি । সংস্থার ডিরেক্টর এম মহাপাত্র জানাচ্ছেন, একদিকে আরব সাগরের ওপর পশ্চিমী ঝঞ্ঝা , আরেকদিকে বঙ্গোপসাগরের বুকে নিম্মচাপের পরিস্থিতির জেরে আগামী দুদিন বৃষ্টি চলবে। আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর এই দুই নিম্মচাপের মধ্যে কোনও ধরনের সংযোগ রয়েছে। যার ফলশ্রুতিতে একটানা বৃষ্টি, এমনই ব্যাখ্যা দিয়েছেন তিনি। দুটি নিম্মচাপের সংযোগ ও প্রবল বাতাস থেকে প্রাথমিক ভাবে কেরলে গত ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই দুই সিস্টেমের ফলে ২৬ অক্টোবর দক্ষিণ উপকূলে উত্তরপূর্ব (শীতকালীন) বর্ষণ হতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার উপকূলের দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।
এর পাশাপাশি উপকূল লাগোয়া কলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে জেলাগুলিতে ১৮ অক্টোবর মানে সোমবার থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে।
আজ কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।
১৯ অক্টোবর মানে কাল, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বজায় থাকবে।
২০ তারিখ শুধু বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গে আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ও দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হবে।
কুড়ি তারিখ উত্তরবঙ্গের দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের বাদ বাকি জেলাতে শুধু ভারী বৃষ্টি হবে।
দক্ষিণ-পূর্বের এই হওয়ার জন্য দমকা হাওয়ার প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার । বাদবাকি হাওড়া, নদীয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়ার প্রভাব থাকবে।
উপকূলে সমুদ্রে যেহেতু হাওয়ার গতিবেগ থাকবে তাই আগামী ১৯ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে।
আইএমডি বলেছে, আফগানিস্তান ও তার পড়শী এলাকার ওপর অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের সংযোগের জেরে আগামী ২-৩দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নানা জায়গায়। আর দিল্লি-এনসিআর সহ উত্তরপশ্চিম ভারতের নানা শহরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ২০ অক্টোবর থেকে ভারতের দক্ষিণ উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে।