Weather Update ধেয়ে আসছে ঝড় , কোন কোন রাজ্য ভাসবে  বৃষ্টিতে , রইল আবহাওয়ার আপডেট

0
16
হীয়া রায় , দেশের সময়

শহরে চলছে শীতের লুকোচুরি খেলা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে একাধিক জেলায় তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে। যদিও কলকাতায় আর নতুন করে ঠান্ডা পড়ার পূর্বাভাস নেই।

এ বার  ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বিরাট বৃষ্টি। এরফলে তাপমাত্রার অনেকটা হেরফের হবে বলেই জানানো হয়েছে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পূর্ব এবং মধ্য ভারতের তাপমাত্রা যেখানে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে উঠেছে সেখান থেকে তা অনেকটাই নিচের দিকে নামবে।

ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা উপরের দিকে রয়েছে। ফলে সেখান থেকে শীতের পরশ সহজে মিলবে না। একই পরিস্থিতি রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশাতে। তবে এরই মাঝে খানিকটা স্বস্তির খবর দিয়েছে আইএমডি। তারা জানিয়ে দিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেটি নিজের শক্তি বাড়িয়ে সাইক্নোনে পরিনত হতে পারে। যদি এটি সঠিকভাবে তৈরি হয়ে যায় তাহলে সেখান থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সমুদ্র তীরের রাজ্যগুলিতে তাই জারি করা হয়েছে সতর্কতা। 

মধ্য ভারতের তাপমাত্রা এখন খুব বেশি হেরফের হবে না। তবে উপকূলের বিভিন্ন রাজ্যে ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে। পাশাপাশি ওড়িশা, অসমের বিস্তীর্ন অংশে বৃষ্টি হবে।

অন্যদিকে শীতের পরশ চলবে হিমাচল প্রদেশে। সেখানে নতুন করে বরফ পড়েছে। ফলে সেখানে তাপমাত্রা যেমন রয়েছে প্রায় তেমনই থাকবে। পশ্চিমবঙ্গে দাপুটে শীত দেখা না গেলেও এই অসময়ের বৃষ্টিতে তাপমাত্রা ফের খানিকটা নিচের দিকে নামবে। পাশাপাশি বিহার এবং অন্য রাজ্যেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লিতে এখন তাপমাত্রা খানিকটা নিচের দিকে থাকলেও সেখানে বায়ুর দূষণের পরিমান বেশ খারাপ। এই পরিস্থিতির এখন কোনও উন্নতি হবে না। তবে দিল্লিতে এখন বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে উপকূলের রাজ্যগুলিতে এই বৃষ্টি ফের নতুন করে সমস্যা তৈরি করতে পারে। সেখানে এই সিজনের ফসল চাষ অনেকটাই মার খাবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। তবে জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর নতুন করে নামার সম্ভাবনা নেই। মহানগরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৮ ডিগ্রিতে। দিনের তাপমাত্রা মঙ্গলবার পৌঁছে গিয়েছিল ২৯.১ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৩ শতাংশ।

এ দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিঙে হাল্কা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই তাপমাত্রার এই হেরফের হচ্ছে। রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এর ফলে কুয়াশা বাড়বে। বুধবার সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আংশিক মেঘলা রয়েছে আকাশ। বেলা গড়ালে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা নেমেছে ২০০ মিটারের নীচে। বৃহস্পতিবারও দুই থেকে তিন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Previous articleWest Bengal Ration Distribution Case বালুর জেলমুক্তির পর ফের বড়সড় অভিযানে ইডি , রেশন মামলায় হাওড়ার ৩ জায়গায় তল্লাশি
Next articleCongress: ‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম…আজ আমার দ্বিতীয় জন্মদিন’, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেই বললেন প্রণব পুত্র অভিজিৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here