Weather update দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ঘাটতি! হাওয়া অফিস জানাচ্ছে দু’দিনেই ঘুরতে পারে খেলা, জানুন আবহাওয়ার আপডেট

0
89
হীয়া রায়, দেশের সময়

কলকাতা:কী পরিস্থিতি বাংলার আকাশের? বৃষ্টি হচ্ছে, কিন্তু বর্ষার বৃষ্টির সেই দাপট নেই ! দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বড়সড় ঘাটতি বৃষ্টিতে। রাজ্যজুড়ে আমন ধান রোপনের তোড়জোড় চলছে পুরোদমে। এই অবস্থায় বৃষ্টি ভালমতো না হলে যে মাথায় পড়বে কৃষকদের তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে হাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আগামী ৪৮ ঘন্টা পর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম। 

বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি হয়েছে শহরে। শুক্রবার কি বৃষ্টির পরিমাণ বাড়বে না একই রকম থাকবে কলকাতার আবহাওয়া ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত আকাশ মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি হওয়ারও কথা।

শুক্রেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুও। এর জেরেই দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস। শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে ‘সিটি অফ জয়’-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।

এ দিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে শুক্রে শহরে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টি বাড়বে তিলোত্তমায়। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাত হলেও অস্বস্তি বাড়াতে পারে আপেক্ষিক আর্দ্রতা।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি-রবি বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কমবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। ২৪ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৪৬ শতাংশ। এই ঘাটতি কতটা মেটে, এখন সব নজর সেই দিকেই।

শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। রবিবার একই সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও।

সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে। মৎস্যজীবীদের জন্য শুক্রবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর ও পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তা বহাল থাকবে।

Previous articleRation Cardএবার মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই রেশন কার্ডের নাম-ঠিকানা পরিবর্তন, ঘোষণা খাদ্যমন্ত্রীর
Next articleMamata Banerjeeদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে কেন যোগ দিচ্ছেন? স্পষ্ট করলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here