Weather Update : ‌‌দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি?‌ জানুন হাওয়া অফিসের পূর্বাভাস 

0
554

দেশের সময় , কলকাতা: কবে থেকে স্বাভাবিক বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে?‌ হাওয়া অফিস জানিয়েছে ৷দক্ষিণবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ৷

এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা (Monsoon) ঢুকবে শুক্রবার বিকেলের মধ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ বাদে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে বিপর্যয় সাইক্লোন বিস্তর জলীয় বাষ্প টেনে নিয়েছে। তাই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকলেও তা এখনও কিছুটা দুর্বল। একটানা ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা এখনই নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টি শুরু হবে। ঘন ঘন বজ্রপাতের (Lightening) সম্ভাবনাও আছে। সতর্ক থাকতে নতুন গাইডলাইন দিয়েছেন আবহাওয়াবিদরা।

যদিও উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কম। কারণ উত্তরবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় হয়নি। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধসের সম্ভাবনা রয়েছে। রয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তিস্তা–তোর্সা–জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে।  

গত সাত দিনের মতো শুক্রবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ভারতের তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ও উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই পৌঁছে গেছে মৌসুমী বায়ু। এখনও বাকি আছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

হাওয়া অফিস জানিয়েছে, আজ ও কাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ প্রায় গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজনে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সতর্কতা থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Previous articleTea with Sugar : চায়ে চিনি ছাড়া চলে না আপনার? তাহলে আজই সজাগ হোন, চিনি খেয়ে প্রতি বছর বিশ্বে মারা যাচ্ছে সাড়ে তিন কোটি মানুষ
Next articleTMC Candidate: চোখে নতুন স্বপ্ন, ভোটে জিতে মানুষের পাশে থেকে কাজ করতে চান বনগাঁয় তৃণমূলের অন্যতম তরুণ তুর্কী প্রার্থী শুভজিৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here