Weather Update : জাঁকিয়ে শীত! আবহাওয়ার সুখবর দিল হাওয়া অফিস

0
503

দেশের সময় ওয়েবডেস্কঃ Weather Update: মাঝে ছিল বৃষ্টির সম্ভাবনা। হয়েছেও। এখন সে-সব কেটে গিয়েছে। দিনে তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতে পারদ নামবে।
আগামী চার-পাঁচদিন রাজ্যে মনোরম পরিবেশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্যে হেমন্তের আবহাওয়া। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কুড়ি ডিগ্রির নীচে রাতের তাপমাত্রা কলকাতায়। ছয় দিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল। উত্তুরে হাওয়া বইতেই শহরে ফিরল শীতের আমেজ। আবহবিদরা বলছেন, আরও তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়।

পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। সোমবার ছিল ২৩.৭ ডিগ্রি। সেলসিয়াস। মঙ্গলবার সেটা বেড়ে হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। রাতের তাপমাত্রা ক্রমশ কমবে।
পূবালি হাওয়ার দাপট কমতেই উত্তুরে হাওয়া বইছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাসে ঢুকতেই তাপমাত্রা নামছে। শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে সপ্তাহান্তে জলীয় বাষ্প ঢুকতে পারে। পুবালি হাওয়ার দাপট আবার বাড়বে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ অন্ধপ্রদেশের অভিমুখে এগোচ্ছে। এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব এই পূবালী হাওয়ার দাপট বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকতে পারে। এমনই জানাচ্ছে আবাহওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা-সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

এবার দেখে নেব কলকাতার আবাহওয়া কেমন থাকবে। আজ, বুঝবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। এর আগে কলকাতায় স্বাভাবিকের নীচে তাপমাত্রা ছিল ১০ নভেম্বর। সেদিন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গতকাল বিকেলে ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের অন্তত ১° নীচে।
হাওয়া অফিস বলছে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ তামিলনাডু উপকূলের দিকে এগোচ্ছে। এর ফলে সপ্তাহান্তে আরও একবার পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। জলীয়বাষ্প ঢুকবে সাগর থেকে।

আর বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
১৮ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। অনুমান করছেন আলিপুর।

উল্লেখ্য, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।

Previous articleHoroscope: কোন রাশির কেমন কাটবে সারাদিন? জানুন, আজকের রাশিফল
Next articleরেশনের ডিলারশিপ ৫০ হাজারে, বার্তা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here