Weather Update ঘন কুয়াশা, কনকনে হাওয়ায় জাঁকিয়ে শীতের দাপট বাড়বে বাংলায়! জানাল আলিপুর

0
106
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : ঘন কুয়াশায় মোড়া সকাল। বুধবার ভোরে প্রায় সমস্ত জেলাতেই কমল দৃশ্যমানতা। এদিকে উত্তুরে হাওয়ার দাপট শুরু জেলায় জেলায়। নিম্নমুখী তাপমাত্রার পারদ।

শীতের জন্য হা-পিত্যেশের দিন শেষ! বুধবার থেকে গড়ে এক-দু ডিগ্রি করে পারদ পতন হতে শুরু করেছে। আগামী কয়েকদিন এভাবেই ক্রমশ নামবে তাপমাত্রা। সেই দৌলতে এবার শীতের কামড়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং উত্তর ভারতের জ়েড স্ট্রিম উইন্ড শীতের আগমনে কিছুটা বাধা সৃষ্টি করেছিল। তবে নিম্নচাপটি দ্রুত শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতেই জাঁকিয়ে ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে! অবশেষে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কনকনে ঠান্ডার স্পেল শুরু হতে চলেছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে।

উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। আজ থেকে টানা ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৫ ডিসেম্বরের পর জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে।

তাপমাত্রা কমার পাশাপাশি আগামী কয়েকদিন জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কমবে দৃশ্যমানতা। যার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় কুয়াশার দাপট বেশি থাকবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে সমস্ত জেলাতেই।

ইতিমধ্যে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান-সহ একাধিক রাজ্যে। 

Previous articleBangladesh crisis: আইনি সহায়তা দিতে হবে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময়কৃষ্ণ দাসকে, পেট্রাপোল সীমান্তে পদযাত্রা ভারতীয় আইনজীবীদের: দেখুন ভিডিও
Next articleWinter Update এমন শীত দেখেনি বঙ্গবাসী! সোয়েটার-কম্বল রেডি তো? হু হু করে নামবে পারদ ১০ ডিগ্রির নীচে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here