Weather Update: গরমে হাঁসফাঁস কলকাতা,কালবৈশাখীর সম্ভাবনা কবে? কী বলছে আবহাওয়া দপ্তর?‌

0
512

দেশের সময় ওয়েবডেস্কঃ পূর্বাভাস ছিল বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলায়।

সকাল থেকে মেঘলা আকাশ। তার পর সন্ধেবেলা বৃষ্টি হয়েছে বটে কিছু জায়গায়। কিন্তু তা এতটাই সামান্য, যে ভ্যাপসা ভাব আরও বেড়েছে। প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর।

আবহাওয়া দপ্তর বলছে আজও কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে খুব বেশি আশা করলে ভুল হবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ কলকাতা সহ আশপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

কোথাও সামান্য ছিঁটেফোটা বৃষ্টি হতে পারে। আগামী চার–পাঁচ দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব বেশি বদল হবে না। কলকাতায় দিনভর আকাশ মেঘলাই থাকবে। তবে গতকালের থেকে তাপমাত্রা আজ বাড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিও বাড়বে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। আজ, শুক্রবার রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। 

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ। 

 এদিন উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার খুব বেশি অদলবদল ঘটবে না। 

দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম ও মেঘালয়ে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে । 

Previous articleHabra Gun Fire: হাবড়ার শ্রীনগরে গুলিবিদ্ধ দুই ব্যবসায়ী, পুরনো বদলার জের জানালেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার ৫
Next articleSSC Corruption: আজ ফের সিবিআই দপ্তরে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here