দেশের সময় ওয়েবডেস্কঃ কনকনে ঠান্ডার আমেজ শেষ হতে না হতেই ভ্যাপসা গরমে নাজেহাল দশা শহরবাসীর।
ফেব্রুয়ারিতেই ঊর্ধ্বমুখী পারদ। দিনের বেলায় গরম অনুভূত হবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকবে।
দিনের তাপমাত্রা আগামী দু’তিন দিন সামান্য বাড়বে। দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি বজায় থাকতে পারে কিছু জেলায়। আংশিক মেঘলা আকাশ উপকূল এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। বাকি জেলায় পরিষ্কার থাকবে আকাশ। সকালে ও রাতে জেলায় জেলায় মনোরম পরিবেশ থাকবে আগামীকাল পর্যন্ত। কলকাতা ও সংলগ্ন জেলায় দিনে গরম ও অস্বস্তি বাড়বে।
কলকাতার তাপমাত্রা বুধবারও স্বাভাবিকের উপরেই। এদিকে, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণা বাতাসের প্রভাবে বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে চলতি সপ্তাহে।
বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়লে বেশ ভালোরকম গরমের অনুভূতি হবে কলকাতায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও।
দক্ষিণ পশ্চিমী বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পঞ্জাব ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সাউথ ওয়েস্টার্লি উইন্ডের প্রভাবে আগামী পাঁচদিন হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং আগামী তিনদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে।
শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে।
উল্লেখ্য, শীতের ইনিংসে দাঁড়ি পড়ে গিয়েছে গোটা দেশেই। দিল্লিতে ইতিমধ্যেই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারি মাসেই। এ রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। আগামী মার্চ মাসের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।