দেশের সময় কলকাতা শুক্রবারও কলকাতা সহ নয় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ রাজ্যের ৯টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
ঝড়ের সঙ্গেই বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি ক্রমশ কমবে।
উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা।
ঝড়বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায় তাপমাত্রা কমেছে অনেকটাই। যদিও রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের।