Weather Update: কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ, আরও নামবে তাপমাত্রা

0
422

দেশের সময় ওয়েবডেস্কঃ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী  দেশে একদিকে যেমন বাড়ছে শীত, অন্যদিকে চলছে বর্ষাকাল। উত্তরপ্রদেশ, বিহার সহ উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে, যেখানে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং শীত বাড়ছে এদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি থেকে স্বস্তি৷

আবহাওয়ার ভোলবদল হচ্ছে অক্টোবরের শেষ থেকেই। খামখেয়ালি নিম্নচাপের পরে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় এসে গেছে। গত রবিবার থেকে কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। ভোরের দিকে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হিমেল হাওয়া। সন্ধের পরে শীত শীত ভাব বেশ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে। কলকাতায় আজ থেকেই পারদ পতন শুরু হবে।

শীতের আমেজ রয়েছে তিলোত্তমাতে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা সামান্য বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু, শীত শীত আমেজেও খুশি নন শীত প্রেমীরা। তাঁদের প্রশ্ন, কবে শহরে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? এই প্রসঙ্গে কিছুটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই।

জেলায় জেলায় শীতের এই ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকবে। ২২ নভেম্বর থেকে ফের তাপমাত্রা কমতে থাকবে। এদিকে বিগত কয়েক বছরে গোটা বাংলাজুড়ে জাঁকিয়ে শীত পড়তে কার্যত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হত। তবে এবারের ছবিটা অন্যরকম। নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শীতের জামাকাপড় বের করার সময় চলে আসবে।

হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের ব্যাটিং চলবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।

মৌসম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটি ক্রমশ ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি এবং পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে এগিয়ে যেতে পারে৷  তামিলনাড়ু এবং  আশেপাশের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বর্ষা চলবে।

আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার আন্দামান-নিকোবরে ভারী বৃষ্টি হতে পারে এবং বইবে প্রবল ঝোড়ো বাতাস৷ এদিকে ২০-২১ এবং ২২ তারিখে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকলে বৃষ্টি হবে, এবং ২১ এবং ২২ তারিখে অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমাতে ভারী বৃষ্টির সম্ভাবনা৷

দেশের আবহাওয়া কেমন থাকবে আজ আবহাওয়ার বেসরকারি খবর দেওয়া সংস্থা ওয়েবসাইট স্কাইমেট অনুসারে, আজ তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবরের অনেক জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুধু তাই নয়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে সমুদ্রের অবস্থা রুক্ষ থাকতে পারে এবং সমুদ্রে প্রবল ঢেউ হবে পাশাপাশি প্রবল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে

Previous articleFire at SSKM: এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগের সামনে বিধ্বংসী আগুন,অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল রোগীদের
Next articleSingle Mother: ১২ বছরের কিশোরী মা হল কলকাতার হাসপাতালে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here