দেশের সময় কলকাতা রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন। রাজ্যের ৩ আসনেও হবে ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে একদিকে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তেমনই গরমেও প্রাণ ওষ্ঠাগত মানুষের। তীব্র উষ্ণতায় কার্যত ফুটছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
কাঠফাঁটা গরম। বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। প্রবল গরমে হাঁসফাঁস করছে মানুষ, নাভিশ্বাস উঠছে বাড়ি থেকে বেরতে গেলেই।
চড়া রোদে বেলা ১১টার পর থেকেই লু বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন জ্বালিয়েপুড়িয়ে দিচ্ছে। গত কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। দাবদাহে জ্বলছে বাংলা। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবারও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় বঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শক্রবার থেকে রবিবার অবধি দাবদাহে জ্বলবে বাংলা। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ভোগান্তি আরও বাড়বে। সন্ধের পরেও নামবে না তাপমাত্রা। বরং পারদ আরও চড়বে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে না বেরনোই ভাল।পশ্চিম বর্ধমানের পানাগড়ে গতকালই সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪২.৫ ডিগ্রি। বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রাও ছিল ৪০- ৪২ ডিগ্রির মধ্যে। কলকাতার সল্টলেকে দিনের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। দমদমে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই কলকাতাও। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশপাশে।
বেলা বাড়তেই রাস্তা প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে। অফিস যাত্রী, স্কুল-কলেজের পড়ুয়াদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তায় বেরিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। রবিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই আট জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
তার মাঝেই আজ সাতসকালে শীতের পরিবেশ! ঘন কুয়াশায় ঢেকে গেল চারিদিক। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় হতবাক বাঁকুড়ার মানুষ। শুধু বাঁকুড়াই নয়, কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতেও একই চিত্র দেখা গিয়েছে। গ্রীষ্মে হঠাৎ শীতের কুয়াশা এল কোথা থেকে?
মার্চের শেষভাগ থেকেই বাঁকুড়ায় তাপমাত্রার গ্রাফ উঠতে শুরু করে। মার্চের শেষ দিনে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে প্রায় প্রতিদিনই দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রির আশপাশে। এরই মাঝে আজ সকালে আচমকাই ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক।
কুয়াশা এতটাই ঘন ছিল যে পঞ্চাশ ফুটের বস্তুকেও ঠিকমতো ঠাহর করা যাচ্ছিল না। ফলে যানবাহনের গতি শ্লথ হয়ে যায়। ট্রেন চলাচলও ধীর গতিতে করে। তবে বেলা বাড়তেই আবার কুয়াশার আস্তরণ সরিয়ে মাথার উপর উঠতে শুরু করেছে গনগনে সূর্য। বাড়তে শুরু করেছে গরমও। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় রীতিমতো অবাক শহরের মানুষ।
তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা কিন্তু নতুন কিছু নয়। স্থানীয় ভাবে কুয়াশা তৈরি হয়েই এমন ঘটনা ঘটে। যখন কোনও জায়গায় হঠাৎ জলীয় বাষ্প বেড়ে যায় এবং বাতাসের গতি কমে গেলে, স্থানীয়ভাবে এরকম কুয়াশা তৈরি হয়ে থাকে। এপ্রিলের শুরুতে যখন বাঁকুড়ায় খুব গরম পড়া শুরু করে, তখনও এরকম কুয়াশার খবর এসেছিল। আজ ফের বাঁকুড়া, কলকাতা সহ একাধিক জায়গায় সাতসকালে কুয়াশা দেখা গেল।
অন্য দিকে তাপমাত্রার নিরিখে পিছিয়ে নেই উত্তরের জেলাগুলিও। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। মালদহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে ছিল। জলপাইগুড়িতেও দিনের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছাকাছি। তবে পাহাড়ে তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। উপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামিকাল শুক্রবার নির্বাচনের দিন উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
তাপমাত্রার নিরিখে পিছিয়ে নেই উত্তরের জেলাগুলিও। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। মালদহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে ছিল। জলপাইগুড়িতেও দিনের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছাকাছি। তবে পাহাড়ে তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে।
উপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামিকাল শুক্রবার নির্বাচনের দিন উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।