Weather Update আষাঢ়ের শেষলগ্নেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির দেখা নেই , আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে

0
52

দেশের সময় কলকাতা: কখনও রোদ, কখনও আবার ঝেঁপে বৃষ্টি। আষাঢ়ের শেষলগ্নেও ভারি বৃষ্টির দেখা মিলল না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিই জারি রয়েছে। উত্তরবঙ্গে একটানা ভারি বৃষ্টি হলেও, চলতি সপ্তাহে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে।

সোমবার উল্টোরথে দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তবে তা ক্ষণিকের জন্য। বেলা বাড়লেও রোদের তেজ তেমন নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া প্রায় একই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা নেই। কলকাতায় আকাশ মেঘলা থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

অন্য দিকে, উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও কোনও সতর্কতা থাকছে না। কমবে বৃষ্টির পরিমাণ। তবে সোমবার উত্তরবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে মঙ্গলবার থেকে সেই ছবি অনেকটাই পরিবর্তন হবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

অতিরিক্ত বৃষ্টির কারণে বেহাল দশা হয়েছিল দার্জিলিং-সহ পাহাড়ি জেলাগুলিতে। তিস্তা-সহ পাহাড়ি নদীর জলস্তর বেড়েছিল। প্রায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ভেসে গিয়েছিল একাধিক এলাকা। কোথাও কোথাও আবারও ধসও নেমেছিল। বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন।

উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট কমবে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। তবে ক্রমেই বৃষ্টির পরিমাণ কমবে।

Previous articleRatna bhandar opening of Jagannath temple পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে সোনার মুকুট , পান্নার ত্রিনয়ন , হীরের নেকলেস সহ আর কী কী আছে জানুন
Next articleISKCON-Donald Trump প্রভু জগন্নাথের কৃপায় ডোনাল্ড ট্রাম্প প্রাণে বেঁচে গিয়েছেন দাবি, ইসকনের : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here