দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষাকালে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরে দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
এই বছরে বৃষ্টির প্রবল ঘাটতি দেখা গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৯ শতাংশ। কলকাতায় ৫২ শতাংশ।
অন্যদিকে নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। সেখানে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃ্ষ্টিপাত হয়েছে। বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু সক্রিয় হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কোনও নিম্নচাপ তৈরি না হওয়ার কারণেই ভারী বৃষ্টির দেখা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে মঙ্গলবার বিকেল থেকে রাজ্যে ফের বেড়েছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। দুই এক পশলা বৃষ্টিও হয়েছে বিক্ষিপ্তভাবে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
বুধবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহারে, জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পংয়েও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ।
এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়-সহ মধ্য ভারতের একাংশে। ভারী বৃষ্টির সম্ভাবনা কর্ণাটক, কেরল এবং দক্ষিণ ভারতের তামিলনাডু, পন্ডিচেরি এলাকায়।