Weather Update : আজও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

0
602

দেশেরসময় ওয়েবডেস্কঃ বুধবার সকালে কলকাতার আকাশ কিছুটা হলেও মেঘমুক্ত। তবে এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে শহরে। সঙ্গে চলবে বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন বিকেলের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করলেও উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ চৈত্রের চলতি সপ্তাহে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা দূর হবে। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতায় সকালে চড়া রোদ থাকলেও, দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

আজ মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া থাকবে। 

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব রয়েছে। আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে আসবে আগামিকাল, অর্থাৎ, বৃহস্পতিবার ২৩ মার্চ। তেমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও সংলগ্ন এলাকায় এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। যেটি তামিলনাড়ু এবং তেলেঙ্গানার উপর দিয়ে রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতে ভারী বর্ষণের আশঙ্কা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

আগামিকাল থেকে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি শুরু হবে। হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে। শুক্রবার এই বৃষ্টি আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে । শুক্রবার শিলাবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে।

শনি, রবিবার নাগাদ মধ্যপ্রদেশ-সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।উত্তর-পশ্চিম ভারতে আগামী দুদিন তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা বাড়বে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় কোনও পরিবর্তন না হলেও তারপর থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Previous articleEarthquake: প্রায় ২মিনিট ধরে কাঁপল রাজধানী, একাধিক আফটার শক, ভূমিকম্পের আতঙ্কে রাতের ঘুম উড়ল দিল্লিবাসীর
Next articleMamata Banerjee: আমি খুশি আছুন্তি, জমি দেখুন্তি, পছন্দ হুন্তি: পুরীতে বাংলার গেস্ট হাউসের জমি দেখে আপ্লুত মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here