Weather update আজ থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! কবে কোথায় কেমন বৃষ্টি? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
84
হীয়া রায় , দেশের সময়

দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। অধিকাংশ জেলাকেই আবহাওয়া নিয়ে আগামী কয়েক দিন সতর্ক থাকতে হবে।

নিম্নচাপের সক্রিয়তা আর নেই। তবে আপাতত আবহাওয়ার রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে। চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওয়াইড স্প্রেইড রেইন চলবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন শুরু হবে। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

মঙ্গলবারও ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে।
বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এরপর বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রভাবে গত কয়েক দিন ধরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছিল। সোমবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

Previous articleBangladesh বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন সরকার ফেলার চেষ্টা,দাবি হাসিনা সরকারের,পুলিশ ও ছাত্রলিগের সঙ্গে সংঘর্ষে কতজনের মৃত্যু হয়েছে?
Next articleWest Bengal Assembly: ‘নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ , মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণ দিয়েছেন’, অভিযোগ তুলে ওয়াক আউট বিজেপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here