Weather Update: আগামীকাল থেকে রাজ্যের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

0
650

দেশের সময় ওয়েবডেস্কঃ কোথাও ঘন মেঘ, কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। ফের বদলাতে চলেছে আবহাওয়া। রাজ্যে বাড়তে চলেছে ঝড় বৃষ্টি। দিন কয়েক বৃষ্টির দাপট কম থাকলেও, শুক্রবার থেকে রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা।

রোদ-মেঘে ভ্যাপসা গরম থাকলেও, আগামিকাল থেকে আবারও স্বস্তির আবহাওয়া রাজ্যজুড়ে। ঝড়বৃষ্টির জেরে একধাক্কায় নামবে তাপমাত্রার পারদ। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের পর দমকা হওয়া, সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টি শুরু হবে আজ থেকে। শুক্রবার রাজ্যের প্রতিটা জেলাতেই তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলের জেলায় এদিন বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনাতে। এছাড়াও রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।

কলকাতাতে এদিন দিনভর থাকবে আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর ঘন মেঘে ঢাকতে পারে তিলোত্তমা। তবে দিনভর গুমোট আবহাওয়া থাকবে শহরে। অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। 

অন্যদিকে বৃষ্টি হলেও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিকর গরম অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল থেকে ক্রমশ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশিরভাগ জেলাতে শুক্রবার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি । এই স্পেলের দুর্যোগ চলবে সপ্তাহান্তের পুরোটা ধরেই।

আজ থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরের নিচের দিকে জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার ও ওড়িশার উপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে।

মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড বাংলা এবং সিকিমে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও শিলা বৃষ্টির আশঙ্কা। আগামী বুধ ও বৃহস্পতিবার মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বেশকিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কা মধ্যপ্রদেশ ছত্রিশগড় ও বিদর্ভে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়েলসীমা কর্ণাটক তামিলনাডু পন্ডিচেরি করাইকালে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleMamata Banerjee: ধর্না মঞ্চে দ্বিতীয় দিনে মাইক হাতে মমতা গলা মেলালেন রবীন্দ্র সংগীতে
Next articleMamata Banerjee: দিল্লি চলোর ডাক মমতার! ধরনা মঞ্চে অপেক্ষায় কাজ না হওয়ায় এবার বড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here