Weather Update: ৪ জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা , ফের বাংলায় স্বস্তির বৃষ্টি কবে?

0
166

দেশের সময় কলকাতা  চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা এক ধাক্কায় বেড়েছে। এই সপ্তাহেই আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। এই পরিস্থিতিতে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহ না থাকলেও, গরমে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারে বাড়বে বৃষ্টির পরিমাণ।

গরমের দাবদহ তো চলেছেই। তবে এবার কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই আসছে বর্ষা। কেরলে। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। এবার একদিন আগেই আসছে। যদিও গত বছর কিছুটা দেরি করেছিল। গত বছর ৮ জুন কেরলে বর্ষার যাত্রা শুরু হয়। কেরলের পাশাপাশি রবিবার থেকেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গে (মূলত উপকূল) বর্ষা ঢোকে সাধারণত ১০ জুন।

অন্যদিকে জলপাইগুড়িতে বর্ষা ঢোকে সাধারণ ৭ জুন নাগাদ। শিলিগুড়িতে সেটা ৮ জুন। কলকাতায় ১১ জুনের কাছাকাছি পা রাখে বর্ষা। তবে এবার বাংলায় কবে আসবে তা এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। কেরলে আসার পর ধাপে ধাপে কী ভাবে এগোবে বর্ষা তার উপর ভিত্তি করে বাকি পূর্বাভাস জানানো হবে বলে জানাচ্ছেন তাঁরা। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা। 

Previous articleMamata Banerjee: আজ দুপুরে শুভেন্দুর খাসতালুক কাঁথিতে রোড শো মমতার
Next articleBJP West Bengal : ‘কাজ হয়নি কেন?’ প্রশ্ন গ্রামবাসীর! প্রচারে বিক্ষোভের মুখে শান্তনু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here