Weather Update: স্বস্তির বৃষ্টি কি আজ থেকেই!‌ আবহাওয়ার আপডেট জানুন

0
636

দেশেরসময় ওয়েবডেস্কঃ আকাশের দিকে চেয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর একটাই প্রশ্ন, কবে আসবে কালবৈশাখী?‌ আবহাওয়া দপ্তর বলছে, আজ, বৃহস্পতিবার থেকেই রেহাই মিলবে অসহনীয় গরম থেকে। স্বস্তি দেবে কালবৈশাখী। 

আবহাওয়া দপ্তর বলছে, সব ঠিকঠাক চলল আজই মরসুমের প্রথম কালবৈশাখী ঝাঁপিয়ে পড়তে পারে কলকাতায়। বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গও। গুমোট গরম থেকে রেহাই মিলবে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি নামবে। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।  

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর আর ঝাড়গ্রামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে ঝড়বৃষ্টি। এই জেলাগুলোয়া তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে গত ক’‌দিন।

তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকেই রেহাই মিলবে আজ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬-৮৮ শতাংশে ঘোরাফেরা করবে। 

দক্ষিণবঙ্গে যখন এ রকম গরম, তখন উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে গত কয়েক দিন ধরে। আগামী কয়েক দিনও অন্যথা হবে না। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দার্জিলিংয়ে টানা বৃষ্টি হবে। আগামী কাল হতে পারে শিলাবৃষ্টি। ফলে মন খারাপ পর্যটকদের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

Previous articleAkshay Kumar: জনরোষের মুখে গুটখার বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয় ! বললেন ‘সরি, আর হবে না’, ক্ষমাও চাইলেন
Next articleBGBS 2022 : হাবড়ার বাণিপুরে গড়ে উঠবে অত্যাধুনিক মেডিক্যাল কলেজ, বিজিবিএসে শিক্ষায় ৫ সংস্থার মৌ স্বাক্ষর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here