Weather Update সাধারণতন্ত্র দিবসেই শীতের কামব্যাক ! ভরা মাঘে ফের শীতের ইনিংস শুরু , নামল পারদ, রইল আবহাওয়ার বড় আপডেট

0
18
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : জানুয়ারির শেষভাগে ফের শীতের নতুন ইনিংস শুরু। আজ, রবিবার থেকেই পারদ পতন শুরু।পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কাটতেই ফিরল শীত। ১৫ ডিগ্রির ঘরে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। জমিয়ে শীত পশ্চিমের জেলাগুলিতে। রবিবার ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে নামল পুরুলিয়ার পারদ। শ্রীনিকেতনের তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রিতে। ১১ ডিগ্রির ঘরে বর্ধমান, আসানসোলের পারদ। হাওয়া অফিস বলছে, আরও কিছুটা ঠান্ডা বাড়তে পারে। তবে এই শীত যে খুব একটা স্থায়ী হবে এমনটা নয়। 

চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আরও খানিকটা কমবে পারদ। জাঁকিয়ে ঠান্ডার আমেজ না থাকলেও, ভরপুর শীতের আমেজ থাকবে বাংলা জুড়ে।

আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর দু’দিন তাপমাত্রা ফের খানিকটা বাড়তে পারে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আপাতত আর জাঁকিয়ে শীত পড়ছে না পশ্চিমবঙ্গে। তবে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে। রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার দেখা মিলেছে দক্ষিণ দিনাজপুরেও। কুয়াশার পরিমান এতটাই বেশি ছিল যে দৃশ্যমান্যতা অনেকটাই কমে যায়। তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রিতে সেলসিয়াসে নেমে যায়। 

উত্তরবঙ্গের দুটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং। এছাড়া বাংলার অন্য কোনও জেলাতে আগামী সাতদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঘন কুয়াশার দাপট রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। এদিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৮.৫ থেকে কমে ১৫.১ ডিগ্রিতে নেমে যায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬২ থেকে ৯৩ শতাংশের মধ্যে।

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleUttarbanga উত্তরবঙ্গের রসিক বিল পাখিদের স্বর্গরাজ্য ,শীতের মরশুমে ঘুরে আসুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here