Weather Update: সকাল থেকে মুখ ভার আকাশের, তবে বৃষ্টি কি আজই?জানুন আবহাওয়ার পূর্বাভাস

0
843

দেশের সময় ওয়েবডেস্কঃ ক্যালেন্ডার অনুযায়ী এখন বসন্তকাল।

কিন্তু আবহাওয়া কখনও গ্রীষ্ম , কখনওবা মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে বর্ষা দিনের কথা। বসন্তের আমেজ আপাতত খুব একটা অনুভব করতে পারছেন না সাধারণ মানুষ। একদিকে চড়ছে পারদ বেলায় বেলায়। তার মাঝেই আজ, শুক্রবার সকাল থেকেই শহরের মুখ ভার। আকাশ কার্যত মেঘলা। তবে হাওয়া অফিস বলছে, বেলা বাড়লে কেটে যাবে মেঘলা আভাস। 

ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকলেও, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, বাংলা, ঝাড়খন্ড, ওড়িশা সহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৬ ডিগ্রি বেশি থাকবে। 

বসন্তের সূচনা থেকেই বেশ খানিকটা গরম অনুভূত হচ্ছে। এ বছর গ্রীষ্মের দাপটে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে তা আর বলার অপেক্ষা রাখছে না। ‌এখন থেকেই গরমের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিতে হচ্ছে মানুষদের। ‌

যদিও ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকার কারণে হালকা ঠান্ডা আমেজও উপভোগ করা যাচ্ছে এখনও পর্যন্ত। 

গ্রীষ্মকালে তীব্র গরমের কারণে গরম বাতাস বইতে দেখা যায় মানভূম জেলায়। ‌ দুপুরের পরে এক প্রকার প্রায় ঘরবন্দি হয়ে যেতে হয় জেলার মানুষদের। ‌এ বছরও তাপমাত্রা অত্যন্ত বেশি থাকবে এমনটাই মনে করছে জেলার মানুষেরা।

Previous articleSheikh Hasina : শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ -ডোনা৷ বাংলাদেশে এসে অভিভূত মহারাজ
Next articleJessore Road: যশোর রোডের ওই গাছটা আমার মায়ের খুনি!১১বছর আগের ভয়ঙ্কর স্মৃতির কথা বলেই চোখের জলে ভাসল শালিনী: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here