Weather Update: সকাল থেকে কালো মেঘে ঢাকল আকাশ , একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
701

দেশের সময় ওয়েবডেস্কঃ নিম্নচাপের রেশ কাটতেই ফের দুর্যোগ। আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। দিনের বেলাতেই সন্ধের মতো অন্ধকার নেমেছে। আজ দিনভর তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।

দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরে তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শহরে বৃষ্টিপাত হয়েছে ৪২ মিমি।

দিনভর মহানগরের আকাশ মেঘলা থাকবেই বলে জানানো হয়েছে। তবে মেঘলা আকাশ এবং বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। শ্রাবণ পেরিয়ে ভাদ্রে দক্ষিণ বঙ্গে ইনিংস শুরু করেছে বর্ষা। এর আগে বর্ষার মরশুম রাজ্যে শুরু হলেও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি ছিল প্রবল। তবে গত কয়েকদিনে পরপর নিম্নচাপের কারণে সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপের মেঘ ঘনিয়েছিল তা দুর্বল হয়েছে। কিন্তু মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয়। বিশেষ করে দিঘার ওপর দিয়ে গেছে মৌসুমী অক্ষরেখা। এর প্রবাবেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘন ঘন বাজ পড়তে পারে। তাই বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

দক্ষিণ বৃষ্টিতে ভাসলেও পাহাড়ে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টি হতে পারে।

Previous articleSuvendu Adhikari: ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ের গাড়ি, কেমন আছেন বিরোধী দলনেতা?
Next articleIndian Armed Forces: দেশীয় অস্ত্র কিনতে ভারতীয় বাহিনীর তিন শাখাকে বিশেষ আর্থিক ক্ষমতা কেন্দ্রের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here