Weather Update সকাল থেকে  আকাশের মুখ ভার, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা

0
10
হীয়া রায় দেশের সময়


কলকাতায় খুব একটা প্রভাব না দেখা গেলেও, সোমবার বিকেল থেকে জেলায় জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ। জৈষ্ঠ্যের শুরুতে টানা বৃষ্টিতে স্বস্তি।

সোমবারের পর, মঙ্গলবারেও সকাল থেকে মুখ ভার আকাশের। বেলা বাড়তে রোদ উঠলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রোদের তেজ খুব একটা বেশি নয়। হাওয়া অফিস জানাচ্ছে, ২০ মে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে আগামিকাল অর্থাৎ বুধবারেও। মঙ্গল বুধে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

শুধু মঙ্গল কিংবা বুধ নয়। মে-র শেষদিকে টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পরিস্থিতি জারি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে তেমনটাই। আবহাওয়া দপ্তরের তথ্য, ২৬ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার দার্জিলিংয়ে জারি কমলা সতর্কতা। দার্জিলিং ছাড়াও মঙ্গলবার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সপ্তাহের দ্বিতীয় দিনে মহানগরের তাপমাত্রা থাকবে ২৮.৭, যা স্বাভাবিকের চেয়ে অন্তত দু’ ডিগ্রি বেশি।

Previous articleExport Import বাণিজ্যে সমতা ফেরাতে বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের জেরে কতটা প্রভাব পড়বে? কী বলছে সীমান্ত বাণিজ্যমহল? দেখুন ভিডিও
Next articleRare Disease Treatment of Asmika বিরল রোগের শিকার  রানাঘাটের ছোট্ট অস্মিকা!  ঠাকুরবাড়ির ‘মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্ট’-এর সহযোগিতায় এবার পাবে ১৬ কোটির ইঞ্জেকশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here