দেশের সময় ওয়েবডেস্কঃ চৈত্রের শুরুতেই কালবৈশাখী স্বস্তি ফিরিয়েছিল গোটা বাংলায়। চড়া রোদ, হাঁসফাঁস গরম থেকে স্বস্তি মিলেছে বেশ কয়েকদিন। অবশেষে ফের হাওয়া বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
স্বস্তির দিন শেষ। চৈত্রের কালবৈশাখীর আপাতত বিদায়। নতুন করে আর কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। ফিরল জ্বালাপোড়া গরম। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চলতি মাসের শেষ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বঙ্গে।
অন্যদিকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মরশুমে মার্চে তাপমাত্রার পারদ রেকর্ড ছোবে। পশ্চিম ভারতে যেভাবে লু চলে সেভাবেই শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে রাজ্যের একাধিক জেলায়। আই এম ডি সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য়ে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে, পশ্চিমবঙ্গে খরার সম্ভাবনা আছে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ ৷ মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছেন তাঁরা। গরম হাওয়ার দাপট দেখা যাবে রাজ্যজুড়ে ।