Weather Update শীত ফিরছে ? সাধারণতন্ত্র দিবসে থেকেই হাওয়া বদল!

0
19
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : শীত কি বিদায়ের পথে? গত কয়েকদিন ধরে আবহাওয়ার মতিগতি দেখে আমজনতার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নগুলো। অবশেষে আবহাওয়া নিয়ে বড় আপডেট শোনাল আলিপুর।

সব কিছু ঠিক থাকলে শনিবার বিকেল থেকেই তাপমাত্রা অনেকখানি কমবে। এক ধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। তার কারণ, আপাতত পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরে রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া।

তবে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। কারণ, আগামী কয়েকদিন ঠান্ডা থাকলেও ২৯ জানুয়ারি রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই মুহূর্তে অসম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি।

শনিবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি  থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ।

আগামীকাল থেকে কুয়াশা অনেকটা কমবে।
রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।


একইভাবে শনিবার উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবারেও সকালে ঘন কুয়াশার সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। 

একইভাবে শনিবার উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবারেও সকালে ঘন কুয়াশার সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকবে।
অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ, সিকিম, বিহার পশ্চিমবঙ্গ ওড়িশা। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যাবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। শৈত্য প্রবাহের সতর্কতা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে।

প্রসঙ্গত, পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই জাঁকিয়ে শীত পড়ছে না বাংলায়। আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার পথ কিছুটা বিঘ্নহীন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Previous article26-11 Mumbai Attack ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউরকে প্রত্যর্পণ করা হবে ভারতে! অনুমতি মার্কিন  সুপ্রিম কোর্টের
Next articleUS Citizenship আদালতে ধাক্কা খেয়েও নাগরিকত্ব নিয়ে কড়া পদক্ষেপের পথে ট্রাম্প, উদ্বেগে ভারতীয় অভিবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here