Weather Update শীতের মেয়াদ আর কত দিন?‌ সরস্বতী পুজোর আগেই বদলাবে আবহাওয়া?

0
15
হীয়া রায়, কলকাতা

চলতি মরশুমে বারবার শীতের পথ আটকেছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে সেভাবে থিতু হয়নি ঠান্ডা। রবিবার থেকে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। কিন্তু বুধবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

আপাতত জানুয়ারিতে বাংলায় কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। বরং ভরা মাঘে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন দেখা যাবে। চলতি সপ্তাহেই তাপমাত্রা একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে শীতের আমেজ উধাও হবে জানুয়ারিতে।

আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’-এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার আর বিশেষ কোনও হেরফের হবে না। বুধবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ ওঠানামা করবে না। বুধবার থেকে ফের তাপমাত্রা দু’-চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ ও আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Previous articleFood Festival পার্ক প্রাইম হোটেলে গোয়ান সি ফুড ফেস্টিভ্যাল: কলকাতায় সামুদ্রিক স্বাদের এক মহোৎসব
Next articleBangladesh Student Protest: ঢাকায় ফের তীব্র হচ্ছে ছাত্র আন্দোলন , ৪ ঘণ্টা সময় বেঁধে দিল, অচল রাজধানীর একাংশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here