Weather Update: রাজ্যে কবে হবে বৃষ্টিপাত? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

0
503

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের একবার বাড়ছে তাপমাত্রার পারদ। অস্বস্তি বাড়াচ্ছে গরম এবং আর্দ্রতার আধিক্য।

চলতি বছর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। স্বাভাবিকভাবেই জুন মাসে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে। এল নিনো নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। চলতি মাসে অবশ্য স্বাভাবিক হবে বর্ষা, এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

কলকাতায় রবিবার সপ্তাহের শেষ দিনে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বোচ্চ ৭৩ শতাংশ।

খাতায় কলমে বর্ষা প্রবেশ করলেও সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের একাংশের মতে, মৌসুমী বায়ুকে সক্রিয় করার জন্য এই মুহূর্তে কোনও নিম্নচাপ অবস্থান করছে না। আর সেই কারণেই ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, জুন মাসে বৃষ্টিপাতের একটা বড় ঘাটতি ছিল।

জুলাইমাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছিল মৌসম ভবনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, মাস যত এগোবে ভোল বদলাবে আবহাওয়ার। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

অন্যদিকে, বর্ষার ভোগান্তি অব্যাহত উত্তর ভারতে।রাজ্যে রাজ্যে অতি ভারী বৃষ্টির জেরে থমকে জনজীবন। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত সমস্যায় রাজস্থানে ৪ জন এবং দিল্লিতে একজন প্রাণ হারিয়েছেন। চলতি সপ্তাহেও প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

মৌসম ভবন সূত্রে খবর, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থানের ৯ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 

ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে স্থগিত অমরনাথ যাত্রা। কেরল ও কর্ণাটকেও ভারী বৃষ্টি হবে। কেরলের তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস ও বন্যা পরিস্থিতির কারণে হিমাচলের সাতটি জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

Previous articleDesher Samay epaper দেশের সময় ইপেপার
Next articleUnique Wedding:পরিবেশ বাঁচাতে বট-অশ্বত্থের বিয়ে দিল বনগাঁর ঢাকা পাড়ার বাসিন্দারা দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here