Weather update রঙের উৎসবের আগেই গ্রীষ্মের দাবদাহের হাতছানি ! সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি

0
21
হীয়া রায় , দেশের সময়

শীত পার হয়ে বসন্ত উপস্থিত, তবে বসন্ত উৎসব এখনও অতিক্রান্ত হয়নি।  আর তার আগেই গ্রীষ্মের দাবদাহের হাতছানি যেমন যথেষ্ট অনুভব হচ্ছে। তেমনই গরমের লাল চোখ দেখাতেও কোনও খামতি নেই। 

ভোরের দিকে থাকবে শীতের হাল্কা শিরশিরানি। বেলা গড়ানোর সঙ্গে বাড়বে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বিশেষ বদলের সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

দোরগোড়ায় বসন্ত উৎসব। চারিদিকে চলছে তার প্রস্তুতি। কিন্তু দোল উৎসবে কি ভোল বদলাবে আবহাওয়া? চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ? উঠছিল প্রশ্ন। কিন্তু আমজনতাকে স্বস্তির বার্তা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতে এবং ভোরে মনোরম আবহাওয়া থাকবে। অর্থাৎ, বসন্তের আমেজেই সম্পূর্ণ হবে রঙের উৎসব।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ বলে জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে আপাতত নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশও।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলির তাপমাত্রা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে উইকএন্ডে বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

বৃষ্টিপাত যেহেতু হবে না তাই সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে, চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তাই গরমের ইনিংস যে পাকাপাকিভাবে শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। 

উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি হবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং-এ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়া পার্বত্য এলাকায়  বৃষ্টির পরিমাণ বাড়বে।

Previous articleMamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন সফরে যাচ্ছেন মমতা
Next articleThe ULIP Advantage: India’s Digital Leap towards a Connected Future

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here