Weather Update: মেঘে ঢাকল আকাশ, দিনভর বৃষ্টির সম্ভাবনা!জানুন ওয়েদার আপডেট!

0
470

দেশের সময় :সকাল থেকেই মেঘে ছেয়ে আছে কলকাতা সহ দুই ২৪পরগনার আকাশ। জ্বালাপোড়া গরম না থাকলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি চলছে বাংলায়।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে। দক্ষিণবঙ্গে একইসঙ্গে চলবে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

স্বাভাবিক সময়ের চেয়ে সাতদিন পরে কেরলে বর্ষা ঢুকেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণচল প্রদেশ, মেঘালয় এবং অসমে। শনিবার অসমের ধুবড়ি পর্যন্ত পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের একাধিক জায়গায়। 

মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। 

Previous articleThakurnagar : মতুয়াধামে দুই গোষ্ঠীর সংঘর্ষের রেশ গড়াল ঠাকুরনগর হাসপাতালে,বিস্ফোরক শান্তনু ঠাকুর
Next articlePanchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী,নির্দেশ হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here