Weather Update মাঘের শীত উধাও! ফের চড়ছে পারদ,হাওয়া অফিসের আপডেট জানুন

0
9
হীয়া রায় , দেশের সময়

কলকাতা :পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে ফের ভাটা পড়ল শীতের আমেজে। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে চলবে ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


এবারে শীত জাঁকিয়ে পড়ল না আর, একটু এদিক ওদিক কান পাতলেই শোনা যাচ্ছে একথা। যাঁরা শীত পছন্দ করেন না খুব একটা, তাঁরাও একপ্রকার হতাশ। আর শীতপ্রেমীদের তো শেষ নেই দুঃখের। মাঘের শীতে হাড় কাঁপার আগেই গরম পড়ছে যেন।

গত কয়েকমাসে  বারবার পশ্চিমী ঝঞ্ঝার আগমণেই একপ্রকার ঝঞ্ঝায় শীত। জাঁকিয়ে পড়ার মুখেই বাধা পেয়েছে ক্রমাগত। ফলে মাঘ মাসেই জেলায় জেলায় বাড়ছে পারদ, সঙ্গে গরম আবহাওয়া। 

পশ্চিমি ঝঞ্ঝার জেরে সপ্তাহের মাঝামাঝি থেকে আরও বাড়বে গরম। ঠান্ডার আমেজ বিন্দুমাত্র পাওয়া যাবে না। এর মাঝেও ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়,  তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।  তবে আপাতত দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।

কলকাতায় মঙ্গলবার সর্বপচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কিছুটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গও!আগামী তিনদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। পাশাপাশি, সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Previous articleDonald Trumpঠাকুমার মায়ের দেওয়া বাইবেলে হাত রেখে শপথ ট্রাম্পের ,প্রথা মেনে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন
Next articleEi Raat Tomar Amar পরমব্রত- র এই রাত তোমার আমার 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here