দেশের সময়, কলকাতা: শীতকাতুরেদের ঠোঁটের হাসি ছিনিয়ে নিয়ে ফের একবার কামব্যাক করতে চলেছে ঠান্ডা। সপ্তাহের শেষেই নতুন করে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ যে খামতি ডিসেম্বর মাস পর্যন্ত ছিল তা নতুন করে মেটাতে চলেছে আবহাওয়া। ঠিক কী জানা যাচ্ছে? কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া? জেনে নিন বিস্তারিত
আগামী সাতদিন জেলায় জেলায় ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর তিনদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না।
বৃহস্পতি থেকেই মতি ফিরবে শীতের। রাজ্যে ফের অবাধ বিচরণ উত্তর পশ্চিম কনকনে ঠান্ডা হাওয়ার। ফলে ধাপে ধাপে সামান্য করে রাতের তাপমাত্রা কমা শুরু হবে। এর জেরে শুক্রবার থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে। শহর কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। তার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের উঁচু এলাকায় আপাতত তুষারপাতের পূর্বাভাস নেই। তবে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। যার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমের জেলায় ৯-১০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে তাপমাত্রার পারদ। শীতের দ্বিতীয় ইনিংস ৫-৬ দিন স্থায়ী হতে পারে, জানা যাচ্ছে এমনটাই। তবে পার্বত্য এলাকা যেমন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বাকি বঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের প্রভাবও কাটতে শুরু করবে বুধবার বিকেলের পর থেকেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী তিন থেকে চার দিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহের শেষে আরও একবার শীতের ঝোড়ো ইনিংসের সম্ভাবনা রয়েছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ও ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে। পরে পরিষ্কার থাকবে আকাশ। নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।
শুক্রবার থেকে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্র এই মুহূর্তে রাতের তাপমাত্রা বেশি। কিন্তু, আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চল এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলায় সকালে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।
বুধ ও বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা পার্বত্য উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে। ফলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের জেলার তাপমাত্রা গড়ে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।