Weather update মঙ্গল রাত থেকেই ভিজছে শহর, কত দিন চলবে বৃষ্টি? লেটেস্ট আপডেট পড়ুন

0
163

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর এখন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রয়েছে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার দুয়ের জেরেই ঝড়-বৃষ্টি জেলায় জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে দক্ষিণবঙ্গে।

দেশের সময় কলকাতা : ভরা বসন্তে বৃষ্টিতে নাজেহাল বাংলা। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তার জেরে তাপমাত্রা নেমেছে অনেকটা। উত্তর থেকে দক্ষিণ ভিজেছে গোটা বঙ্গ। এরই মধ্যে বড় সতর্কতা জারি হল বাংলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ‌মঙ্গলবার রাত থেকেই রীতিমতো ঠান্ডার আমেজ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অবধি চলতে পারে বৃষ্টি–জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা র‌য়েছে।

শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একাধিক অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার থেকে ফের রাজ্যে তাপমাত্রা বদলের সম্ভাবনা।শনিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়– বৃষ্টির সম্ভাবনা।

Previous articleChild Birth In Train: পদাতিক এক্সপ্রেসের সাধারণ কামরায় সন্তান প্রসব,’মানবিক’ রেল কর্মীদের কুর্নিশ দম্পতির
Next articleAbhishek Banerjee ভোটের সময় অভিষেককে আর ডাকবে না ইডি , সুপ্রিম নির্দেশে স্বস্তি তৃণমূল সাংসদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here