দেশের সময় ,কলকাতা :সোমবার সপ্তাহের শুরুতেই থেকেই রীতিমতো ঝোড়ো ব্যাটিং করেছে শীত। এদিন কলকাতার তাপমাত্রা নামে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফের কি একবার শীতের ভ্রুকুটি রাজ্যে? নাকি আবহাওয়ার ফের বদল হতে পারে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আজ মঙ্গলবার মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়।
সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তা আরও কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে। মঙ্গলবার দমদমের পারদ নামার সম্ভাবনা ১০ ডিগ্রি সেলসিয়াসে। যদিও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘ ঢুকলেই বাড়বে রাতের তাপমাত্রা। দেখুন ভিডিও
প্রসঙ্গত, সোমবারই ১২ ডিগ্রির ঘর ছুঁয়েছিল পারদ। আজ তা আরও এক ডিগ্রি নামল। এদিন সকাল থেকে ছিল কনকনে হাওয়া। এদিকে, মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্ত থেকে কমতে পারে শীত। জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কুয়াশার দাপট থাকবে দিনভর। তবে বেশি দাপট থাকার সম্ভাবনা মালদা ও দিনাজপুরে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতে তাপমাত্রার বিরাট কোনও বদলের সম্ভাবনা।
পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশে রাজস্থানে ‘কোল্ড ডে’-র পরিস্থিতি তৈরি হতে পারে। বিহারে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কোল্ড ডে পরিস্থিতি থাকার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর, মুজাফফরাবাদ, লাদাক সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।